Dubechi Ami Tomar Chokher LYRICS – Miftah Zaman

Rate this post

Dubechi Ami Tomar Chokher‘ is a New Bangla Song sung by a singer – Miftah Zaman. The song became popular in Bangladesh. Dubechi Ami Tomar Chokher Lyrics are below:

SongDubechi Ami Tomar Chokher LYRICS
Music byAmit Malick
LyricistTushar Hasan
SingerMiftah Zaman
AlbumDubechi Ami Tomar Chokher
LabelYoutube – Copy Unlimited

Dubechi Ami Tomar Chokher Lyrics

“Dubechi Ami Tomar Chokher Lyrics are below”

অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি

অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়

ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে

READ MORE: Huling Sandali LYRICS

তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে

ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
হবেনা মলিন……

ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়

আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়

হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে

তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে


If You found any mistakes in the lyrics, please let us know in the comments. We’ll approve your comment with a reply and check back on it. Thank You!

Share with Your Friends!

1 thought on “Dubechi Ami Tomar Chokher LYRICS – Miftah Zaman”

  1. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog that’s equally educative and amusing, and without a doubt, you have hit the nail on the head. The issue is something which too few folks are speaking intelligently about. Now i’m very happy that I found this in my hunt for something concerning this.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *